Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রকে বেধড়ক পিটুনি, প্রতিবাদে সড়কে শিক্ষার্থীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২২ ১৭:৪৭ | আপডেট: ২২ মে ২০২২ ১৭:৫৬

আহত সাইদুল হক

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষকের পিটুনিতে এক ছাত্র আহত হয়েছে। এ ঘটনার পর শিক্ষক সাইফ হোসেনকে গ্রেফতারের দাবিতে স্কুলের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

রোববার (২২ মে) দুপুরে উপজেলার পৌর সদরে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

আহত সাইদুল হক (১৫) ওই বিদ্যালয়ের কারিগরি বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি বোয়ালখালী পৌরসভা এলাকায়।

জানা গেছে, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে অমনযোগী থাকায় সাইদুলকে বকা দেন শিক্ষক সাইফ হোসেন। এক পর্যায়ে তাকে বেধড়ক মারধর করেন। এরপর শিক্ষক ক্লাস ছেড়ে গেলে সহপাঠীরা আহত সাইদুলকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন সারাবাংলাকে বলেন, ‘বেত দিয়ে মারধর করা হয়েছে। পিঠে ও হাতের বিভিন্ন অংশে ছোপ ছোপ রক্ত জমাট বেঁধে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। কয়েকদিন শরীরে ব্যাথা অনুভব করবে। ওষুধপত্র দেওয়া হয়েছে।’

শিক্ষককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম সারাবাংলাকে বলেন, ‘হাসপাতালে চিকিৎসা শেষে সাইদুল থানায় এসেছে। লিখিত অভিযোগ দিচ্ছে। অভিযোগ পেলে শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা স্কুলে গিয়ে জানতে পেরেছি, ক্লাসে মনযোগ না দেওয়ায় শিক্ষক মারধর করেছেন।’

এদিকে, শিক্ষক সাইফ হোসেনের বিচার দাবিতে বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে বেরিয়ে যায়। তারা স্কুলের সামনে ফুলতল-কানুনগোপাড়া সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এর ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ কয়েক দফা তাদের স্কুলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। শিক্ষার্থীরা অভিযুক্ত সাইফ হোসেনকে গ্রেফতারের দাবি তুলেছে।

বিজ্ঞাপন

শিক্ষক সাইফ হোসেনের বক্তব্য সরাসরি জানতে পারেনি সারাবাংলা। তবে উদ্ভূত পরিস্থিতিতে তিনি সাংবাদিকদের বলেন, ‘ক্লাসে পেছনের বেঞ্চে বসা সাইদুল হক উচ্চস্বরে হাসাহাসি করছিল। তাকে ডেকে অন্য শিক্ষার্থীদের অসুবিধা না করার কথা জানালে সে ঔদ্ধত্য দেখিয়ে বলে— আমি হাসাহাসি করলে আপনার কী সমস্যা।’ এরপর সাইদুলকে ‘শাসন’ করেছেন বলে জানান সাইফ হোসেন।

সারাবাংলা/আরডি/টিআর

ছাত্র আহত টপ নিউজ শিক্ষককে গ্রেফতারের দাবি শ্রেণিকক্ষে শিক্ষকের পিটুনি সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর