Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিন বিরতি দিয়ে ফের মৃত্যুশূন্য, শনাক্ত ২৯

সারাবাংলা ডেস্ক
২২ মে ২০২২ ১৭:১৫

একদিন বিরতি দিয়ে করোনাভাইরাসে ফের মৃত্যুহীন দিন দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে কেউ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা যাননি। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন সংক্রমণের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৮। একই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ।

রোববার (২২ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো কোভিড-১৯ বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বিজ্ঞপ্তিতে সই করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৭৯টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি, র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬২টি। মোট ল্যাবের মধ্যে সরকারি ৫৪৫টি ও বেসরকারি ১১৭টি।

এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮২৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর আগের দিনেরসহ এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৭৩৬টি। এ নিয়ে এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৯২ লাখ ৯৪ হাজার ৬১৬টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ লাখ ৮৮ হাজার ৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৮২ হাজার ৬৭৬টি।

গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২৯টি নমুনায়। আগের দিন এই সংখ্যা ছিল ১৮। নতুন শনাক্ত হওয়া ২৯টিসহ এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জন।

নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার আগের দিন ছিল শূন্য দশমিক ৪১ শতাংশ। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহের বিপরীতে শনাক্ত হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।

বিজ্ঞাপন

আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছিলেন ১৭২ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ২১৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৯৬৪ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩২ শতাংশ।

এর আগে, সর্বশেষ গতকাল ২১ মে করোনা সংক্রমণ নিয়ে এক জন মারা গিয়েছেন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১২৮ জন। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৫ জন, নারী ১০ হাজার ৫৩৩ জন।

সারাবাংলা/এসএসএ

করোনা করোনা সংক্রমণ শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর