পুঁজিবাজারে বড় দরপতন, সূচক কমেছে ১১৫ পয়েন্ট
২২ মে ২০২২ ১৭:০৯ | আপডেট: ২২ মে ২০২২ ১৯:৩৯
ঢাকা: অব্যাহত দরপতনে পুঁজিবাজারে টালমাটাল অবস্থা। প্রতিদিনই কমছে শেয়ারের দাম। বাড়ছে পতনের মাত্রা। এতে করে পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। রোববার (২২ মে) ডিএসইতে সূচক ১১৫ পয়েন্ট কমে ৬ হাজার ১৪২ পয়েন্টে নেমে আসে। এটি ২০২১ সালের ২৯ জুনের পর সূচকের সর্বনিম্ন অবস্থান। ওইদিন ডিএসইর প্রধান সূচক চিল ৬ হাজার ৪২ পয়েন্ট।
এ নিয়ে পুঁজিবাজারে দরপতন টানা অষ্টম দিনে গড়াল। এই সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধন হারিয়েছে ৩৭ হাজার ৬২২ কোটি টাকা। একই সময়ে ডিএসই সূচক কমেছে ৫৩৬ পয়েন্ট। একই চেহারা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ মে থেকে ২২ মে পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হওয়া ৮ কার্যদিবসই বাজার ছিল নিম্নমুখী। গত ১০ মে লেনদেনের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪০ হাজার ৭৮৮ কোটি টাকা। টানা আট দিন ধরে চলা দরপতনের কারণে ২২ মে রোববার ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ৩ হাজার ১৬৬ কোটি টাকায় নেমে আসে। ফলে সর্বশেষ আট লেনদেন দিবসে ডিএসই বাজার মূলধন হারিয়েছে ৩৭ হাজার ৬২২ কোটি টাকা। অন্যদিকে, গত ১০ মে লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ছিল ৬ হাজার ৬৯৮ পয়েন্ট। টানা আট দিন দরপতনে ডিএসইর প্রধান সূচক ৫৩৬ পয়েন্ট কমে রোববার ৬ হাজার ১৪২ পয়েন্টে নেমে আসে।
এদিকে, রোববার ডিএসইতে ৩৭৯টি কোম্পানির ২১ কোটি ৯৪ লাখ ১৫ হাজার ৩৭৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ২১টির, কমেছে ৩৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮২ কোটি ২১ লাখ টাকা।
এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৮ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএসই শরিয়া সূচক ২১ পয়েন্ট কমে এক হাজার ৩৫১ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭৬টি কোম্পানির ৭২ লাখ ৩৭ হাজার ৭০৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১৭টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ১৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৬২ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৭ পয়েন্ট নেমে আসে।
সারাবাংলা/জিএস/পিটিএম