আত্মসমর্পণ করতে আদালতে হাজী সেলিম
২২ মে ২০২২ ১৫:০৪ | আপডেট: ২২ মে ২০২২ ১৫:২৬
ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম আত্মসমর্পণ করতে রোববার (২২ মে) দুপুর ৩টা ১৩ মিনিটের দিকে আদালতের এজলাসে পৌঁছেছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণের কথা রয়েছে তার।
এদিকে আগেভাগেই হাজী সেলিমের পক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ সংশ্লিষ্ট আদালতে তিনটি আবেদন জমা দিয়েছেন। আসামির আপিলের শর্তে জামিনের আবেদনসহ প্রথম শ্রেণির মর্যাদা প্রদান (সিআইপি মর্যাদা) এবং কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দেশের উন্নতমানের হাসপাতালে বেটার ট্রিটমেন্ট প্রদানের আবেদন করা হয়।
হাজীর সেলিমের পক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ তিনটি আবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন-
- হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল
- এখনই সংসদ সদস্যপদ হারাচ্ছেন না হাজী সেলিম
- হাজি সেলিমের ১৩ বছরের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টের রায় ৯ মার্চ
- হাজী সেলিমের সাজা বহাল, ৩০ দিনের মধ্যে আত্মসমপর্ণের নির্দেশ
জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজী সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে রায় দেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ১০ ফেব্রুয়ারি। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।
সারাবাংলা/এআই/এএম