রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
২২ মে ২০২২ ১২:৩৮ | আপডেট: ২২ মে ২০২২ ১২:৪০
রাজবাড়ী: জেলায় ট্রেনের নিচে কাটা পড়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আনন্দ সরকার (৫০)।
রোববার (২২ মে) সকাল ৮টার দিকে শহরের ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী শাটল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। আনন্দ সরকার রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভবানীপুর এলাকার মৃত সুবল চন্দ্র সরকারের ছেলে।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী তাপসী সরকার সারাবাংলাকে জানান, ‘আনন্দ সরকার তিন-চার মাস আগে স্ট্রোক করেন। এরপর থেকে তিনি অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। লাঠিতে ভর দিয়ে হাটতেন তিনি। আজ সকালে হাটার জন্য বাড়ি থেকে বের হন তিনি। ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় হেটে রেল লাইন পার হতে গেলে তিনি শাটল ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
রাজবাড়ী রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।