খাদ্য সংকটে ভুগবে বিশ্বের ১ চতুর্থাংশ মানুষ: সার্বিয়া
২২ মে ২০২২ ১১:৩১ | আপডেট: ২২ মে ২০২২ ১৬:৫৮
ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের খাদ্যের অভাব দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক। খবর আরটি।
গতকাল শনিবার (২১ মে) সার্বিয়ার নোভি সাদ শহরে অনুষ্ঠিত ৮৯তম আন্তর্জাতিক কৃষি মেলায় এক বক্তৃতায় এই সতর্কবর্তা উচ্চারণ করেন ইউরোপী ইউনিয়নভুক্ত (ইইউ) দেশটির এই নেতা। সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের ২১টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছেন।
এ বিষয়ে আলেকসান্ডার ভুসিক বলেন, ‘যদি পূর্ব ইউরোপের (ইউক্রেন) চলমান সংঘাতে কোনো পরিবর্তন না হয়, তাহলে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ মানুষের নুন্যতম পরিমাণে খাদ্যের প্রয়োজন হবে, যা নতুন সংকট তৈরি করবে।’
এর আগে, গত মে’র শুরুতে ভুসিক ভবিষ্যদ্বাণী করেছিলেন, আগামী শীতকালে বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশে খাদ্য সংকটে পড়বে। পরিস্থিতি গত ‘৭০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন’ হবে। তবে খাদ্য ঘাটতি থেকে রক্ষা পাবে সার্বিয়া।
সারাবাংলা/এনএস