Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ২ সন্তানসহ মাকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২২ ১১:২৪

নরসিংদী: নরসিংদীর বেলাবোতে বসতঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ মে) সকালে উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শনিবার রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হতে পারে।

নিহতরা হলেন- বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রহিমা বেগম (৩৫), তার ছেলে সন্তান রাকিব (১৩) ও মেয়ে রাকিবা (৬)। রহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলেন।

পুলিশ জানায়, নিহত রহিমার স্বামী পেশায় রঙ মিস্ত্রি। কাজের সুবাদে গাজীপুরে যান। সকালে বাড়িতে এসে দেখে স্ত্রী ও দুই সন্তানের লাশ দেখতে পান। আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধারের কাজ শুরু করেন।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঠিক কী কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। তদন্ত শুরু করেছি এবং লাশ উদ্ধারের কাজ চলছে।

সারাবাংলা/এএম

নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর