Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুকে ‘স্টপ রেপিং আস’ লিখে কানের গালিচায় ইউক্রেনীয় নারীর প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২২ ০০:১৩ | আপডেট: ২২ মে ২০২২ ১২:০৮

বৈশ্বিক চলচ্চিত্রের অন্যতম উৎসব কানের লালগালিচায় ভিন্নরকম প্রতিবাদ জানিয়েছেন এক ইক্রেনীয় নারী। লালগালিচায় হাঁটতে হাঁটতে পরনের কালো গাউনটি খুলে ফেলে ‘নো নো স্টপ’ বলে চিৎকার করতে থাকেন ওই নারী। নিরাপত্তারক্ষীরা সরিয়ে নেওয়ার সময় তিনি চিৎকার করে রাশিয়ান সৈন্যদের ধর্ষণ না করার আহ্বান জানাতে থাকেন। এ ঘটনার পর ইউক্রেনের সরকার রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

৭৫তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটার সময় ওই নারী পোশাক খুলে ফেলে। তখন দেখা যায় তার বুকে আঁকা ইউক্রেনের কালো হলুদ পতাকার উপর কালো হরফে লেখা ‘STOP RAPING US’ (আমাদের ধর্ষণ করা বন্ধ কর)। আর পরনের অন্তর্বাসজুড়ে রক্তাক্ত হাতের ছাপ। কয়েক মুহূর্তের মধ্যেই অবশ্য নিরাপত্তারক্ষীরা তাকে একটি জ্যাকেট পরিয়ে সরিয়ে নিয়ে যায়। যাওয়ার সময়ও তিনি ‘স্টপ রেপিং আস’ বলে চিৎকার করছিলেন।

সারাবাংলা/আরএফ/পিটিএম

৭৫তম কান চলচ্চিত্র উৎসব ইউক্রেনীয় নারী