Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো ভারত থেকে সরিষা আমদানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২২ ২৩:২৪ | আপডেট: ২২ মে ২০২২ ১১:৩৪

দিনাজপুর: দেশে চাহিদা থাকায় প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সরিষা আমদানি শুরু হয়েছে। মেসার্স সামিয়া ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের রাজস্থান থেকে এসব সরিষা আমদানি করছে।

প্রতি কেজি সরিষা বন্দর থেকে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। দেশের বিভিন্ন স্থানের অয়েল মিল এসব সরিষা এখান থেকে কিনছেন।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি আহমেদ কবির জানান, দেশে তেলের দাম বাড়ায় সরিষা তেল উৎপাদনের জন্য মিলগুলোর চাহিদা বেড়েছে। তাই প্রথমবারের মতো এসব সরিষা ভারত থেকে আমদানি হচ্ছে। আমদানি করা এসব সরিষা গোবিন্দগঞ্জের মামা-ভাগ্নে অয়েল ও বগুড়া অয়েল মিলসহ বেশ কয়েকটি মিলে সরবরাহ করা হচ্ছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, ভারতীয় ১৮টি ট্রাকে এই পর্যন্ত ৫৩৭ মেট্টিক টন সরিষা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

সারাবাংলা/এমও

প্রথমবার ভারত সরিষা আমদানি হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর