চৌমুহনীতে বুকে ছুরি মেরে ব্যবসায়ীকে হত্যা, আটক ৩
২১ মে ২০২২ ২৩:০৪ | আপডেট: ২২ মে ২০২২ ১১:৩৫
নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে মোহাম্মদ আয়মন (২০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিন জনকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে একটি ছুরি।
শনিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনী হোসেন মার্কেটসংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। নিহত আয়মন চৌমুহনী ব্যাংক রোডের জুতা ব্যবসায়ী এবং চৌমুহনী পৌর এলাকার গণিপুর খালাসি বাড়ির মো. নূর নবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী হোসেন মার্কেটসংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে আয়মনসহ দু’জনে কথা কাটাকাটি করছিল। একপর্যায়ে কয়েকজন একত্রিত হয়ে ছোরা দিয়ে বুকে জখম করলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নীরব, রাকিব ও পাভেল নামে তিন জনকে তাৎক্ষণিক আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমও