হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি সাড়ে ২৮ কোটি টাকা
২১ মে ২০২২ ১৯:৩১
দিনাজপুর: দেশের অন্যতম বাণিজ্যিক সম্ভাবনাময় হিলি স্থলবন্দরে চলতি (২০২১-২২) অর্থবছরের গত ১০ মাসে রাজস্ব ঘাটতিতে রয়েছে ২৮ কোটি ৪৫ লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, শুল্কমুক্ত পণ্য বেশি আমদানি প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। চালসহ অধিক শুল্কযুক্ত পণ্য বেশি আমদানি হলে লক্ষ্যমাত্রার ঘাটতি পূরণ হবে বলে জনিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
হিলি কাস্টমসের তথ্যমতে, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলতি অর্থবছরের ১০ মাসে হিলি কাস্টমসকে ৩৮১ কোটি ৭৬ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩৫৩ কোটি ৪৫ লাখ টাকা। এতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৪৫ লাখ টাকা।
হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য ভারত থেকে আমদানি হয়। তবে সম্প্রতি কম শুল্কের পণ্য বেশি আমদানি হওয়ার কারনে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘বিগত সময়ে এনবিআরের বেঁধে দেওয়া রাজস্ব আদায় টার্গেট পূরণ করেও বেশি আদায় করতে সক্ষম হয়েছি। আশা করছি বাকি সময়ে বেশি শুল্ক যুক্ত পণ্য আমদানি হলে রাজস্ব ঘাটতি পূরণ হবে।’
সারাবাংলা/এমও