Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত ভ্যানগাড়িতে বিদ্যুতের তার জড়িয়ে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২২ ১৬:১০

ময়মনসিংহ: নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় চলন্ত ভ্যানগাড়িতে ছেড়া বিদ্যুতের তার জড়িয়ে চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন চর ঈশ্বরদিয়ার হারুন অর রশিদের ছেলে মিন্টু মিয়া (৩৫) ও চর নিলক্ষীয়ার মৃত আইনউদ্দিনের ছেলে শহীদ (৪৭)।

ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা আতিকুর রহমান জানান, ভ্যানগাড়ি চালক মিন্টু মিয়া শহীদ নামে একজন যাত্রী নিয়ে চায়নামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়ে ভ্যানগাড়ি। পরে ভ্যানগাড়ি উল্টে মিন্টু মিয়া তারে জড়িয়ে ছটফট করতে থাকে। এসময় মিন্টুকে বাঁচাতে গিয়ে শহীদও বিদ্যুতায়িত হয়ে পড়ে ও ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

সারাবাংলা/এসএসএ

চলন্ত ভ্যানগাড়ি টপ নিউজ ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর