Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়-বৃষ্টির মাঝেও বয়ে যাচ্ছে তাপদাহ, অতিষ্ঠ জনজীবন

স্পেশাল করেসপন্টেন্ড
২১ মে ২০২২ ১৬:২৯ | আপডেট: ২১ মে ২০২২ ১৯:১৪

ঢাকা: একদিকে ঝড়-বৃষ্টি, আরেকদিকে প্রচণ্ড তাপদাহ। প্রকৃতির এই দ্বিমুখী আচরণে জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। অন্যদিকে হচ্ছে ফসলের ক্ষতিও। প্রকৃতির এমন আচরণে হারিয়ে যাচ্ছে বাংলার ষড়ঋতুর সেই অনুভূতি।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে এখন আর ষড়ঋতু নেই। ছয় ঋতু থেকে কমে কয়েকটিতে গিয়ে ঠেকেছে। গ্রীষ্মকালের উত্তাপ যেমন তীব্র হচ্ছে, তেমনি বর্ষায় বৃষ্টিপাতের পরিমাণও বাড়ছে। আবার গ্রীষ্ম আর বর্ষা যেন একসঙ্গে হাজির হচ্ছে। যেমন আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, এখন দেশের সবগুলো বিভাগে ঝড়-বৃষ্টির আভাস রয়েছে। পাশাপাশি কয়েক জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথাও বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট সবগুলো বিভাগের কিছু কিছু জায়গায় প্রবল ঝড়ো বাতাসের সঙ্গে বজ্র বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

গত ২৪ ঘন্টায় রংপুরের ডিমলায় সর্বোচ্চ বৃষ্টিপাত ৬৫ মিলিমিটার রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সৈয়দপুরে ৪৭ মিলিমিটার, রংপুরে ৪৫ মিলিমিটার, রাজশাহীর বদলগাছিতে ৪৩ মিলিমিটার ঢাকা ও শ্রীমঙ্গলে সর্বোচ্চ বৃষ্টিপাত ৪২ মিলিমিটার, তাড়াশে ৪০ মিলিমিটার, কুমারখালি, বগুড়া, টাঙ্গাইলে ৩৬ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

এদিকে দেশের দুই জেলা যশোর ও সাতক্ষীরার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে কাল-পরশু এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি যশোরে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশর অন্তত দশ জেলায় তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রির উপরে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন সারাবাংলাকে জানান, এই বৃষ্টিপাতের প্রবণতা এখনই কমছে না। অন্তত আগামী তিন দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে। এসময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি বলেন, বর্তমান সময়টা এমন যাচ্ছে যে গ্রীষ্ম ঋতুর মধ্যে বর্ষা ঢুকে পড়ছে। আবার বর্ষার রেশ না কাটতেই চলে আসছে শীত, শীতের আমেজের মধ্যে আবার শুরু হয় বৃষ্টি। বৃষ্টির মধ্যে গরম দেখা যায়। যার ফলে ষড়ঋতুর যে ফ্লেভার, সেই একেক ঋতুতে একেক রকম অনুভূতির বিষয়টা নেই। এতে জলবায়ু পরিবতর্নের বিরূপ প্রভাবেই এমনটা হয়েছে।

আবহাওয়ার এই পরিস্থিতিতে দেশের কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার উপর দিয়ে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে এসকল এলাকার নদীবন্দরগুলোকে পুনঃ ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আবহাওয়া অধিদফতরের ত্রৈমাসিক পূর্বাভাস অনুযায়ী চলতি মে মাসে আরও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে তাপপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে।

সারাবাংলা/জেআর/এসএসএ

টপ নিউজ তাপদাহ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর