Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় ধান কাটা শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২২ ১৫:১৬

চাঁপাইনবাবগঞ্জ: জেলায় সড়ক দূর্ঘটনায় শাহাজান আলী (৫০) নামের এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার আতাহারে সেতু অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়ে হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন।

নিহত শাহাজান আলী চাঁপাইনবাবগঞ্জ সদরের রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার সাহেদের (দফাদার) ছেলে। আহতরাও সবাই এই এলাকার বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, রাজশাহীর তানোর থেকে ধান কেটে ১৬ জন শ্রমিক মজুরির ধান নিয়ে ট্রাক্টরে চেপে বাড়ি ফিরছিলেন। আতাহার এলাকায় পৌঁছালে সেতু রাইস মিলের সামনে অতিরিক্ত বোঝাইয়ের কারণে ট্রাক্টরের স্ল্যাপ ভেঙে যায়। এসময় ওই ট্রাক্টরের যাত্রী শাহাজান আলী গুরতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি আহতরা চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসএসএ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর