Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেল লাইনের ওপর গাছ, খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২২ ১১:০২ | আপডেট: ২১ মে ২০২২ ১৩:৩৪

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২১ মে) ভোর সাড়ে ৫টার পর থেকে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে আলমডাঙ্গায় আধা ঘণ্টা ধরে ঝড়-বৃষ্টি হয়। এতে বহু ঘরবাড়িসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

বিজ্ঞাপন

আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন। তিনি বলেন, ঝড়ে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে ভোর সাড়ে ৫টার পর থেকে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, আলমডাঙ্গা স্টেশনে নকশীকাথা এক্সপ্রেস ও একটু দূরে কপোতাক্ষ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এ ছাড়াও হালসা স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও পোড়াদহ স্টেশনে সাগরদাড়ি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে।

নাজমুল হুসাইন বলেন, ‘গাছ অপসারণে কাজ চলছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

সারাবাংলা/একে

টপ নিউজ রেল যোগাযোগ রেল লাইন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর