আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মে ২০২২ ০৮:২৮
২১ মে ২০২২ ০৮:২৮
ঢাকা: গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবর (২১ মে) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি ওইসব এলাকার চারপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
শুক্রবার (২০ মে) তিতাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২১ মে) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা রাজধানীর মিরপুর ১,২,৬,৭,১০,১১,১২,১৩ ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি ও মিরপুর ডিওএইচএস এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সারাবাংলা/এএম