Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ দেশে ছড়িয়েছে ‘মানকিপক্স’

সারাবাংলা ডেস্ক
২০ মে ২০২২ ২৩:৪৭

ঢাকা: আফ্রিকা থেকে বেরিয়ে অন্তত ৮ দেশে বিস্তার ঘটিয়েছে মানকিপক্স ভাইরাস। যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ নানা দেশে বর্তমানে মানকিপক্স সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইউরোপে এই পক্সে সংক্রমণ বেশ গুরুতর আকার ধারণ করেছে। ওই রোগে আক্রান্তের সংখ্যা অন্তত ১০০ ছাড়িয়েছে।

জার্মানির কর্মকর্তারা এ অঞ্চলে মাঙ্কিপক্সের এই বিস্তারকে ‘এ যাবৎকালের সবচেয়ে বড়’ সংক্রমণ বলে বর্ণনা করেছেন। খবর ডয়েচেভেলের।

বিজ্ঞাপন

শুক্রবার জার্মানির সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিস সেদেশে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত করেছে। তারা বলছে, ‘যুক্তরাজ্য, স্পেন এবং পর্তুগালে মাঙ্কিপক্সের যে সংক্রমণ ধরা পড়েছে, তা ইউরোপ অঞ্চলে এ রোগের সবচেয়ে ব্যাপক এবং বড় ধরনের সংক্রমণ।’

মানকিপক্স একটি বিরল ভাইরাস সংক্রমণজনিত রোগ, যা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। সাধারণত এ রোগে শরীরে মৃদু উপসর্গ দেখা দেয় এবং আশার কথা হচ্ছে, অধিকাংশ মানুষ কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।

১৯৫৮ সালে প্রথম বানরের মধ্যে এ রোগ শনাক্ত হয়েছিল। ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে সাধারণত এই রোগ ছড়ায়। আফ্রিকার দেশগুলোতে এটি সিজনাল পক্স হিসেবে পরিচিত। আফ্রিকার বাইরে রোগটি ছড়িয়ে পড়ার ঘটনাটি নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রে প্রথম একজনের মানকিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। ওই ব্যক্তির সম্প্রতি কানাডা সফরের ইতিহাস রয়েছে।

এর আগে মাঙ্কিপক্সের সন্দেহভাজন রোগী হিসেবে বেশ কয়েক জনকে পরীক্ষা করে দেখছে কানাডার কুইবেক প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মাঙ্কিপক্সের অসুস্থতা প্রায়ই সাধারণ ফ্লুজনিত উপসর্গ জ্বর, পেশীতে ব্যাথা, গলা ফোলা দিয়ে শুরু হয়। পরে মুখ এবং শরীরে চিকেনপক্সের মতো র‌্যাশ দেখা যায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

সারাবাংলা/একে

আফ্রিকা ইউরোপ টপ নিউজ মানকিপক্স

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর