Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারকালে সাড়ে ১৪ কেজি সোনা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২২ ১৮:৫৪ | আপডেট: ২০ মে ২০২২ ১৯:০২

যশোর: ভারতে পাচারকালে যশোর সীমান্ত থেকে ১২৪ পিস সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ মে) সকালে চৌগাছার শাহজাদপুর বিওপির অভ্যন্তরে কাবিলপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক পাচারকারীর নাম শাহ আলম (৩৫)। তার বাড়ি চৌগাছার কাবিলপুর গ্রামে।

শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ জানান, পাচারকারী কৃষকের বেশে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে ১২৪ পিস সোনার বার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে পাচারকারী জানিয়েছে, সে এর আগেও ৬ বার সোনা পাচার করেছে। সপ্তমবার পাচারের সময় সে বিজিবির হাতে ধরা পড়ে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৪.৪৫০ কেজি। যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি এগারো লাখ ৫০ হাজার টাকা।

এসময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। সোনার বার ও আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন, বলেও জানান বিজিবি কর্মকর্তা।

সারাবাংলা/এমও

টপ নিউজ পাচারকারী আটক ভারত ভারতে পাচার মোটরসাইকেল যশোর সোনা জব্দ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর