Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা: প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২২ ১৭:৫৩ | আপডেট: ২০ মে ২০২২ ১৮:০১

টাঙ্গাইল: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোনো অনিয়ম বা আপত্তিকর কিছু হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সে যত বড় শক্তিধর ব্যক্তি হোক না কেন, এক্ষেত্রে কোনো ছাড় পাবেন না।’

শুক্রবার (২০ মে) দুপুরে টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘টাঙ্গাইলের যে কয়েকটা কেন্দ্র পরিদর্শন করেছি। প্রত্যেকটা কেন্দ্রে সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রশাসনে যারা রয়েছে তারাও দায়িত্বশীল মানুষ। প্রথম ধাপ স্বচ্ছতার মাধ্যমে হয়েছে। আজকের পরীক্ষাটাও স্বচ্ছতার মাধ্যমে হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা হক, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় ২৩টি কেন্দ্রে ১৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

সারাবাংলা/এমও

অনিয়ম টপ নিউজ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়োগ পরীক্ষা প্রতিমন্ত্রী শিক্ষক নিয়োগ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর