Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইভিএমের ত্রুটি শনাক্তে জুনের মধ্যেই বিশেষজ্ঞ ডাকা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২২ ১৬:২৩ | আপডেট: ২০ মে ২০২২ ১৭:৫২

মানিকগঞ্জ: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোনো ত্রুটি আছে কি না, তা শনাক্তে জুন মাসের মধ্যেই বিশেষজ্ঞ দল ডাকবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিনার মো. আলমগীর জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সামনেই বিশেষজ্ঞরা ইভিএম পরীক্ষা-নিরীক্ষা করবেন। বিশেষজ্ঞদের মতামতের পরই সিদ্ধান্ত নেওয়া হবে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি না।

শুক্রবার (২০ মে) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রাশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, এই মুহূর্তে ১০০ থেকে ১১০ আসনে ইভিএম দিয়ে ভোটগ্রহণের সক্ষমতা নির্বাচন কমিশনের আছে। তবে ইভিএমে ভোটগ্রহণ নিয়ে রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরলে এই সংখ্যা বাড়ানো হতে পারে।

মো. আলমগীর আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা কমিশনের কাজ নয়। এটি সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয়। তবে বর্তমান কমিশন সব রাজনৈতিক দলের আস্থা অর্জনে কাজ করছে।

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রতিটি ভোট কক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) থাকবে বলেও জানান নির্বাচন কমিশনার আলমগীর।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লফিতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা নির্বাচন অফিসার মো. হাবিবুর রহমানসহ অন্যরা।

সারাবাংলা/টিআর

ইভিএম ইভিএমে ভোটগ্রহণ টপ নিউজ নির্বাচন কমিশনার মো. আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর