Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বব্যাংক ‘ভেরি হ্যাপি’, আরও ১ বিলিয়ন ডলার ঋণ আসছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২২ ১৯:৪৩

ঢাকা: বাংলাদেশে স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এর ধারাবাহিকতায় করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে সংস্থাটি।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার (১৯ মে) এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতে ১ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ওয়ার্ল্ড ব্যাংকে রিসেন্টলি বাংলাদেশের বিষয়ে একটি রিভিউ হয়েছে। এখানে খুবই ভালো রেসপন্স। দে আর ভেরি হ্যাপি। এ জন্য তারা বাংলাদেশকে প্রায় ১ বিলিয়ন ডলার অ্যালোকেট করেছে। তারা বাংলাদেশের কোভিড কার্যক্রমের জন্য খুবই সন্তুষ্ট। বিশেষ করে ভ্যাকসিন কার্যক্রমের জন্য।’

করোনা ভাইরাস মোকাবিলায় গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রায় ২০ হাজার কোটি টাকার ভ্যাকসিন বা অন্যান্য সহায়তা সরকার দিয়েছে। এর বাইরেও প্রায় ২০ থেকে ২২ হাজার কোটি টাকার ভ্যাকসিন কোভ্যাস্তের মাধ্যমে ডিস্ট্রিবিউট করেছি। এত বড় একটি জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। এটি বিশ্বব্যাপী সাধুবাদ পেয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইনিশিয়ালি অনেকের মধ্যে একটা আনসার্টেইনিটি ছিল। এ জন্য বাংলাদেশ সরকার যখন অ্যাস্ট্রেজেনেকার জন্য পে করে তখন অনেকেই এটি নেগেটিভভাবে নিয়েছে। তখনও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাস্ট্রেজেনেকাকে অনুমোদন দেয়নি। তখন বাংলাদেশ কিন্তু চুক্তি করে ফেলেছে। কোভ্যাক্স থেকে আমরা ব্যাপক একটি সহায়তা পেয়েছি। এটি মোর দ্যান ২০ হাজার কোটি টাকা। এগুলো কিন্তু আমরা বিনা পয়সায় দিয়েছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের যে এক্সপেরিয়েন্সটা সেটি সারা পৃথিবীতে প্রচার করতে চাই। আমাদের প্রাইমারি হেলথ সিস্টেম খুব স্ট্রং, বিশেষ করে ইপিআই কার্যক্রম, এটি আপনারা জানেন। জাপানেও একটি বড় পত্রিকায় এটি নিয়ে প্রতিবেদন হয়েছে। তারাও রিকমান্ড করেছে, বাংলাদেশের মডেলটা নিয়ে অন্য জায়গাগুলোতে ব্যবহার করা যায়।’

সারাবাংলা/এএইচএইচ/একে

করোনা মোকাবিলা করোনাভাইরাস টপ নিউজ বিশ্বব্যাংক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর