Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিলেটে বন্যাকবলিতদের মাঝে সরকারিভাবে সহায়তা দিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২২ ১৯:২২

ঢাকা: ভারী বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার (১৯ মে) এক বিবৃতিতে বন্যার্ত মানুষের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সরকারের প্রতি তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, ‘প্রায় এক সপ্তাহ ব্যাপী বন্যায় সিলেটের পানিবন্দি মানুষ সীমাহীন দুর্ভোগে দিনাতিপাত করছে। বন্যার ফলে অনেক পরিবারেই খাদ্য সংকট দেখা দিয়েছে। বিশেষ করে দিন এনে দিন খায়, এমন মানুষের সংসারে হাহাকার উঠেছে। পাশাপশি সিলেটের বিভিন্ন ইউনিয়নেও বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। তাই প্রয়োজনীয় ত্রাণ ও অর্থ সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানাই।’

বিবৃতিতে সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় পার্টি জি এম কাদের বন্যা কবলিত সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর