Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল-পিকআপ ভ্যান সংঘর্ষে, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২২ ১৪:৫৬

গাইবান্ধা: জেলায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মে) বেলা সাড়ে এগারোটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সুখনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম আইয়ুব আলী। তিনি খুলনা শহরের বাসিন্দা।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সুখনগর এলাকায় আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আইয়ুব আলী মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে তিনি মোটরসাইকেলটি ঘুরিয়ে বিপরীত দিকে যেতে ধরলে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

সারাবাংলা/এসএসএ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর