Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বব্যাপী দেখা দেবে খাদ্য সংকট, সতর্কতা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২২ ১৩:১০ | আপডেট: ১৯ মে ২০২২ ১৪:১৬

আন্তোনিও গুতেরেস, ফাইল ছবি

ইউক্রেনে চলমান রুশ হামলার কারণে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর বিবিসি।

গতকাল বুধবার (১৮ মে) নিউইয়র্কে এক সভায় বক্তৃতা দেওয়ার সময় সংস্থাটির মহাসচিব এই সতর্কবার্তা উচ্চারণ করেন।

এ বিষয়ে আন্তোনিও গুতেরেস বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ফলে ক্রমবর্ধমান দামের কারণে দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও বৃদ্ধি করেছে। এছাড়া ইউক্রেন যদি দ্রুত যুদ্ধের আগের মতো রফতানি শুরু করতে না পারে তাহলে চলতি বছরের শেষ দিকে বিশ্ব দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

তিনি আরও বলেন, ‘এই সংঘাত লাখ লাখ মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতাসহ অপুষ্টি, ক্ষুধা এবং দুর্ভিক্ষের দিকে ঠেলে দেবে।’

দেশটি থেকে প্রচুর পরিমাণে সূর্যমুখী তেলের পাশাপাশি ভুট্টা এবং গমের মতো খাদ্য শস্য রফতানি করে থাকে। তবে হামলার পর থেকে বন্দর থেকে সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ইউক্রেন।

ফলে বিশ্বব্যাপী খাদ্য শস্য রফতানি কমে গেছে। এ কারণে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। জাতিসংঘের মতে, গত বছরের একই সময়ের চেয়ে খাদ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে সারাবিশ্বে।

সারাবাংলা/এনএস

আন্তোনিও গুতেরেস ইউক্রেন খাদ্য সংকট জাতিসংঘ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর