Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২২ ১১:৪৩

জাহেদুল ইসলাম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দু’পক্ষের মারামারির মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।

চন্দনাইশ উপজেলার পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় গতকাল বুধবার (১৮ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত জাহেদুল ইসলাম (১৮) স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি পৌরসভার চৌধুরীপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

আহতরা হলেন- একই এলাকার রায়হান হোসেন চৌধুরী সানি (২১) ও ইয়াসিন আরাফাত সাগর (১৬)। সানি স্থানীয় কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আর সাগর এবার এসএসসি পরীক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘এলাকায় একটি ড্রেন নিয়ে প্রতিবেশীদের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়। এ নিয়ে আগেও ঝগড়া, মারামারি হয়েছে। গতকাল বুধবার রাতে একপক্ষ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অপরপক্ষের ওপর হামলা করতে যায়। তবে মারামারির মধ্যে তারাই পাল্টা আক্রমণের শিকার হয়। নিহত তরুণ হামলা করতে গিয়েছিল। আহতরাও তাদের পক্ষের।’

এদিকে মারামারির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ধারালো অস্ত্রের আঘাতে আহত তিনজনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জাহিদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি জানিয়েছেন।

ওসি আরও জানান, ফের হামলার আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম শিক্ষার্থী খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর