Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু পরিবারের সদস্য পরিচয়ে প্রতারণা: ২ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২২ ২২:৪২

ঢাকা: বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ভাঙিয়ে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় গ্রেফতার দুইজনকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৮ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে, পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন প্রতারক চক্রের মূল হোতা মনসুর আহমেদ এবং তার অন্যতম সহযোগী মো. মহসিন চৌধুরী।

গত১৭ মে রাতে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে র‍্যাবের যৌথ অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন দলিল ও ডিজিটাল ফুটপ্রিন্ট উদ্ধার করা হয়।

জানা যায়, মনসুর আহমেদ ও মো. মহসিন চৌধুরী একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রে পাঁচ থেকে সাতজন সদস্য রয়েছে। চক্রটি বিগত প্রায় তিন বছর ধরে বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতারিত করে আসছিল।

সারাবাংলা/এআই/একে

আদালত প্রতারণা বঙ্গবন্ধু পরিবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর