Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোভিড নিয়ন্ত্রণে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২২ ২১:৫৬ | আপডেট: ১৯ মে ২০২২ ১০:৩০

মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমেরিকা হয়তো বহু দিকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। কিন্তু কোভিড নিয়ন্ত্রণ ও ভ্যাক্সিনেশনে বাংলাদেশ আমেরিকার চেয়েও এগিয়ে আছে। এটা আমাদের গর্বের বিষয়।

বুধবার (১৮ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ মাঠে মানিকগঞ্জ পৌরসভা আয়োজিত শহরের প্রবাহিত পুরাতন এবং ঐতিহ্যবাহী খাল সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘পৃথিবীতে যুদ্ধবিগ্রহের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে এবং ফরেন কারেন্সির অভাব দেখা দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা ওয়ার্ল্ড ব্যাংকে বললাম, সরকারি কিছু টাকা আমাদের আটকে আছে। এই টাকা ছেড়ে দিন। আমরা তো ভালো কাজ করেছি। আমাদের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে পরের দিনই সাড়ে তিনশ বিলিয়ন ডলার বাংলাদেশ সরকারের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। যা প্রায় বাংলাদেশি টাকার সাড়ে তিনশ কোটি টাকা।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য সেক্টরের জন্য আমরা এক বিলিয়ন ডলার চেয়েছি এবং সেটাও তারা নীতিগতভাবে দিতে রাজি হয়েছে। এক বিলিয়ন ডলার অর্থাৎ নয় হাজার কোটি টাকা। এই টাকা আগামীতে স্বাস্থ্যখাতকে দেওয়ার জন্য তারা সহযোগিতা করবে বলে জানিয়েছে।’

বিরোধীদলের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘বিরোধীদলের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়ে দু-চারটে কথা বলা আওয়ামী লীগের কাজ নয়। আওয়ামী লীগ সরকার উন্নয়ন করে। আমরা উন্নয়নে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী।’

স্থানীয় নেতাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। আগামী এক-দেড় মাসের মধ্যে সাংগঠনিক সব কাজকর্ম শেষ করা হবে।’ এ বিষয়ে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, স্থানীয় সরকার শাখা উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

আওয়ামী লীগ কোভিড নিয়ন্ত্রণ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর