খালেদা জিয়ার গুলশানের বাসার পুলিশ প্রত্যাহার
১৮ এপ্রিল ২০১৮ ১৬:৫৯ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৬:০৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গুলশান থানার মধ্যে খালেদা জিয়ার বাড়ি পড়লেও, সেখানে নিরাপত্তার জন্য আমরা পুলিশ দেই না। এটি কূটনৈতিক জোনের দায়িত্বের মধ্যে পড়ে। এ বিষয়ে আমরা কিছুই জানি না।
কূটনৈতিক জোনের উপ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম বলেন, ‘আমরা ওখানে পুলিশ সদস্য দেই না। সেক্ষেত্রে প্রত্যাহারেরও কোনো প্রশ্ন ওঠে না।’
সারাবাংলা/ইউজে/এমআইএস