লাইসেন্স নবায়নে গড়িমসি: কর্মবিরতিতে সিএন্ডএফ এজেন্টরা
১৮ মে ২০২২ ১৬:০৪
চট্টগ্রাম ব্যুরো: লাইসেন্স নবায়নে গড়িমসির প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমসে আমদানি-রফতানি পণ্য শুল্কায়ন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টরা। এতে আমদানি-রফতানি সংক্রান্ত বিল অব এন্ট্রি দাখিলে ধীরগতি সৃষ্টি হয়েছে। তবে কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মবিরতির ঘোষণা দিলেও শুল্কায়নসহ সার্বিক কার্যক্রম স্বাভাবিক নিয়মেই অব্যাহত আছে।
বুধবার (১৮ মে) সকালে কাস্টমস হাউজের সামনে অবস্থান নিয়ে সিএন্ডএফ এজেন্টরা বিক্ষোভ করেন। এতে যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাও।
চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু সারাবাংলাকে বলেন, ‘সিএন্ডএফ এজেন্টদের লাইসেন্স নবায়নে গড়িমসি করছেন কাস্টমস কর্মকর্তারা। লাইসেন্স বিধিমালার অপব্যাখা করে আমাদের হয়রানি করা হচ্ছে। যাদের লাইসেন্স নবায়নের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের কাজ বন্ধ হয়ে গেছে। এরকম অন্তত দুইশ প্রতিষ্ঠান আছে। হাজারো কর্মচারীর কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আমরা এ অনিশ্চয়তার অবসান চাই। আমাদের কর্মবিরতি চলবে।’
চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের উপকমিশনার শরফুদ্দিন মিঞা সারাবাংলাকে বলেন, ‘সকাল থেকেই কার্যক্রম স্বাভাবিক আছে। অনেক ডকুমেন্ট জমা হয়েছে। সেগুলো আমরা ছাড় করছি। সিএন্ডএফ এজেন্টরা বিক্ষোভ করেছেন। কী বিষয় সেটি আমি জানি না। তবে আমাদের কার্যক্রম চলছে, এটুকু বলতে পারি।’
তবে চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সালাহউদ্দিন রিজভী জানিয়েছেন, নিয়ম অনুযায়ী আবেদন না করায় কয়েকটি সিএন্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হয়নি।
সারাবাংলা/আরডি/একে