বিহঙ্গ বাসে অজ্ঞানপার্টির খপ্পর, যাত্রী খোয়ালেন ‘লাখ টাকা’
১৮ মে ২০২২ ১৫:৫০ | আপডেট: ১৮ মে ২০২২ ১৭:৪৯
ঢাকা: রাজধানীতে বিহঙ্গ পরিবহনের একটি বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ীর লাখ টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে।
অসুস্থ অবস্থায় তরিকুল ইসলাম (৩৫) নামে ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ মে) সকাল ৯টার দিকে মিরপুর থেকে সদরঘাটগামী বিহঙ্গ পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ফার্মগেট থেকে তাকে উদ্ধার করা হয়।
তরিকুলের দূরসম্পর্কের ভাগিনা মো. আশিক জানান, তার মামার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। এলাকাতে একটি পোশাক বিক্রির দোকানের ম্যানেজার তিনি। গ্রাম থেকে সকালেই তিনি ঢাকা আসেন।
মিরপুর ১৩ নম্বর সেক্টরে আশিকের বাসায় বিশ্রাম নেন। সেখান থেকে একাই সদরঘাট যাচ্ছিলেন মালামাল কিনতে।
আশিক জানান, তার মামার কাছে মালামাল কেনার এক লাখ টাকা ছিল। সেই টাকা পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে ভর্তির পর ওই যাত্রীর পাকস্থলি পরিষ্কার করা হয়েছে। এরপর তাকে মেডিসিন ওয়ার্ডে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে