Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজে যারা যেতে পারবেন না তাদের টাকা তুলে নেওয়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২২ ১৫:৩৭ | আপডেট: ১৮ মে ২০২২ ১৭:০৭

ঢাকা: সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নিবন্ধন করে রাখা কেউ হজে যেতে না পারলে তাদের জমা করা টাকা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১৮ মে) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীনের সই করা নির্দেশনায় বলা হয়, যে সকল হজযাত্রী ইতোমধ্যে মারা গেছেন বা অসুস্থ আছেন অথবা বয়স ৬৫ বছর পেরিয়ে যাওয়ার কারণে হজে যেতে পারছেন না তার পরিবর্তে প্রতিস্থাপিত ব্যক্তি তার নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ সমন্বয় করতে পারবেন না।

বিজ্ঞাপন

এমন ব্যক্তি বা মৃত হজযাত্রীর ক্ষেত্রে তার প্রতিনিধি নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ ফেরত পেতে www.hajj.gov.bd তে প্রবেশ করে নিবন্ধন রিফান্ড সিস্টেমে আবেদন করে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে প্রতিস্থাপিত হজযাত্রীকে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সারাবাংলা/জেআর/এসএসএ

টপ নিউজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর