Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের দাম ৫৭ শতাংশ বাড়ানোর সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২২ ১৪:৪৪ | আপডেট: ১৮ মে ২০২২ ১৫:৫৩

ঢাকা: পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি টিম। বুধবার (১৮ মে) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে এ সুপারিশ করা হয়।

এর আগে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম ৬৫ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে। সেখানে প্রতি ইউনিট ৩ টাকা ৩৯ পয়সা হয় প্রস্তাবে। তার বিপরীতে বিইআরসির সুপারিশ প্রতি ইউনিট ২ টাকা ৯৯ পয়সা। এর মধ্য দিয়ে মোট ৫৭ দশমিক ৮৩ শতাংশ দাম বাড়ানোর সুপারিশ করল বিইআরসি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি রেটে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করছে ৫ টাকা ১৭ পয়সা। সেক্ষেত্রে সরকার ভুর্তুকি দিচ্ছে ৩ টাকা ৩৯ পয়সা। কিন্তু ভর্তুকি ছাড়া প্রতি ইউনিট বাড়িয়ে ৮ টাকা ৫৬ পয়সা করার প্রস্তাব দিয়েছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপরে অনুষ্ঠিত গণশুনানিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিইআরসির চেয়ারম্যান ও কারিগরি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন বিদ্যুৎ সুপারিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর