Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২২ ১৪:০২

প্রতীকী ছবি

নাটোর: নাটোরের বড়াইগ্রামের কয়েন বাজার এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক জন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আল মাহবুব ও চালক একই উপজেলার তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে মনিরুজ্জামান।

এসআই ফিরোজ হোসেন জানান, গতরাত দুইটার দিকে কয়েন বাজারের এলাকায় বালু বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক যাত্রী মারা যান। আহত হন আরেক জন।

এ সময় আহত বক্তিকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস কর্মীরা। মাইক্রোবাসটি চুয়াডাঙ্গা থেকে রাজশাহী পাসপোর্ট অফিসের উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে।

এসআই ফিরোজ জানান, মৃতদেহ দু’টি বনপাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে ময়নাতদন্তের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম

নাটোর বড়াইগ্রাম

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর