আফগানিস্তানে মানবাধিকার কমিশন বন্ধ করল তালেবান
১৮ মে ২০২২ ১০:৫১ | আপডেট: ১৮ মে ২০২২ ১৩:৫৮
আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশন বিলুপ্ত করে দিয়েছে তালেবান সরকার। প্রয়োজনীয় মনে না হওয়ায় সংস্থাটির বিষয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে কট্টরপন্থী এই সরকার। গতকাল মঙ্গলবার (১৭ মে) এ তথ্য জানিয়েছে তালেবান। খবর দ্য ডন।
গত বছরের আগস্টে ক্ষমতা দখল করার পর থেকে তালেবান দেশটির নির্বাচন কমিশন এবং নারী বিষয়ক মন্ত্রণালয়সহ আফগানদের স্বাধীনতা রক্ষাকারী বেশ কয়েকটি সংস্থা বন্ধ করে দিয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানি সংবাদ সংস্থা এএফপি’কে বলেন, ‘আমাদের মানবাধিকার সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করার জন্য আরও কিছু সংস্থা রয়েছে, যে সংস্থাগুলো বিচার বিভাগের সঙ্গে যুক্ত।’ এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু বলেননি।
তিনি আরও বলেন, ‘এই বিভাগগুলোকে প্রয়োজনীয় বলে মনে করা হয় না। তাই তাদের বিলুপ্ত করা হয়েছে। তবে ভবিষ্যতে যদি তাদের প্রয়োজন হয় তবে তারা তাদের কার্যক্রম পুনরায় শুরু করতে পারে।’
মানবাধিকার কমিশনের কাজের মধ্যে আফগানিস্তানের দুই দশকের যুদ্ধে বেসামরিক হতাহতের নথি তৈরি করেছিল। তবে গত বছর মার্কিন-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করলে সংস্থার শীর্ষ কর্মকর্তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। এতে করে কমিশনের কার্যক্রম দেশটিতে বন্ধ হয়ে যায়।
এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে তালেবান সরকার সংস্থাটি বন্ধ ঘোষণা করল। এদিকে গত সপ্তাহের শেষ দিকে তালেবান সরকার তার প্রথম বার্ষিক বাজেট ঘোষণা করার সঙ্গে সঙ্গে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ এবং শান্তি প্রতিষ্ঠাকারী পরিষদও বন্ধ হয়ে যায়।