Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ১ ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২২ ১০:১৭

ফাইল ছবি

সুনামগঞ্জ: জেলার ছাতক উপজেলায় বন্যার পানিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)।

মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। তিনি কামারগাঁও-মাঝপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সিংচাপইড় গ্রামের জাকির হোসেন বাড়ির পাশে মাঠে কাজে গিয়ে পানিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মৃত্যু হয় তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ছাতক থানার ওসি (তদন্ত) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে পড়ে থাকা বিদ্যুতের একটি তারে অসাবধানতার কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

সারাবাংলা/এনএস

বিদ্যুতের ছেঁড়া তার সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর