Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর শিবপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প

সারাবাংলা ডেস্ক
১৮ মে ২০২২ ০০:১৮

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে নরসিংদী জেলার শিবপুরে হাজী ইসমাঈল মডেল স্কুল অ্যান্ড কলেজে সমাজের অসহায়, দরিদ্র ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

যমুনা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যের এই মেডিকেল ক্যাম্প কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

বিজ্ঞাপন

মেডিকেল ক্যাম্পের উদ্বোধক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

মেডিকেল ক্যাম্পে প্রায় চার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। তাদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। পাশাপাশি ৩৫৬ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আশপাশের বিভিন্ন শাখার কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

ফ্রি মেডিকেল ক্যাম্প যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর