আম কুড়াতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল চাচাতো ভাই-বোনের
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২২ ২৩:৫৯ | আপডেট: ১৮ মে ২০২২ ০০:১৩
১৭ মে ২০২২ ২৩:৫৯ | আপডেট: ১৮ মে ২০২২ ০০:১৩
বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আম কুড়াতে গিয়ে তারা ওই ডোবায় পড়ে যায়। সম্পর্কে দুই শিশু চাচাতো ভাই-বোন।
মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু মিরাজ (৫) ও আয়শা সিদ্দিকার (৫) বাড়ি দক্ষিণপাড়া ইউনিয়নের পারবাইশা গ্রামে।
পুলিশ জানায়, পারবাইশা গ্রামের মেহেদী হাসানের ছেলে মিরাজ ও মিজানুর রহমানের মেয়ে বিকেলে বৃষ্টির পানিতে খেলছিল। এক পর্যায়ে তারা বাড়ির কাছের একটি আম গাছের নিচে আম কুড়াতে যায়। সেখানেই সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি ডোবায় নেমে পড়ে দু’জনেই ডুবে যায়।
গাবতলী থানার ওসি (তদন্ত) জানিয়েছেন, বাড়ির লোকজন বেশকিছু সময় ধরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যার দিকে ডোবায় তাদের মরদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সারাবাংলা/টিআর