খুবি শিক্ষার্থীকে শ্লীলতাহানি, সাংবাদিকের বিরুদ্ধে মামলা
১৭ মে ২০২২ ১৭:২৯ | আপডেট: ১৭ মে ২০২২ ২২:৪০
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীকে ঝিনাইদহে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক সাংবাদিকের বিরুদ্ধে। এ অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
শ্লীলতাহানির বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত খাইরুল ইসলাম নিরব (৩০) দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
জানা গেছে, গত ১০ মে নিরবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ওই শিক্ষার্থী শ্লীলতাহানির শিকার হন। পরে তিনি নিজেই বাদী হয়ে গত বৃহস্পতিবার (১২ মে) ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ডিসিপ্লিন থেকে একাডেমিক অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে নিজ নিজ জেলার স্থানীয় সংবাদপত্রের কিছু তথ্য ইদের ছুটি শেষে প্রথম ক্লাসে উপস্থাপন করতে বলা হয়। সে উদ্দেশ্যেই খাইরুল ইসলাম নিরবের মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন ওই শিক্ষার্থী। তথ্য সংগ্রহের প্রয়োজন সম্পর্কে জানালে খাইরুল ওই শিক্ষার্থীকে তার অফিসে যেতে বলেন।
এজাহারে বলা হয়েছে, ওই শিক্ষার্থী গত ১০ মে খাইরুলের অফিসে যান। খাইরুল তাকে অ্যাসাইনমেন্টের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে পোস্ট অফিস মোড় থেকে স্থানীয় কয়েকটি পত্রিকা নিয়ে আসতে বলেন। পত্রিকা নিয়ে ওই শিক্ষার্থী অফিসে গেলে বৃষ্টি শুরু হওয়ার কারণে অফিসে থাকতে বাধ্য হন। তখন অভিযুক্ত খাইরুল কথা বলতে বলতে এক পর্যায়ে চেয়ার থেকে উঠে ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান স্পর্শ করে তাকে জড়িয়ে ধরতে যান। প্রতিহত করতে গেলেও খাইরুল তাকে ছেড়ে দেননি। এক পর্যায়ে ওই শিক্ষার্থীর মোবাইলে কল এলে খাইরুল তাকে ছেড়ে দেন। তবে এ ঘটনা সবার কাছে গোপন রাখতে বলেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি পড়ালেখার কাজে সহযোগিতা চাইতে গিয়ে এক সাংবাদিকের কাছে শ্লীলতাহানির শিকার হয়েছি। এমন ঘৃণ্য কর্মকাণ্ডের যথাযথ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, বিষয়টি নিয়ে আপস-মীমাংসার জন্য বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে খাইরুল চাপ প্রয়োগ করেন। ঘটনাটি ধাপাচাপা দিতে সেটিকে ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে তাদের পরিবারকে সমাজে হেয় করার পাঁয়তারা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিচার দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে খাইরুলের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি। এক পর্যায়ে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর মামলা দায়েরের তথ্য জানিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা বলেন, মামলাটি আমলে নিয়ে আমরা তদন্ত করছি। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সারাবাংলা/টিআর
খুবি শিক্ষার্থী থানায় মামলা শ্লীলতাহানির শিকার সাংবাদিকের বিরুদ্ধে মামলা