Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুসিক নির্বাচন: মেয়র পদে ৬ প্রার্থীসহ ১৬৪ জনের মনোনয়ন জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২২ ২১:৫৬ | আপডেট: ১৮ মে ২০২২ ০৯:৫৮

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়পত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন ছিল উৎসব মুখর। কুসিক নির্বাচনে মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (১৭ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এ তথ্য জানান কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।

শেষ দিনে বেলা সাড়ে ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুহল সাক্কুর পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়। তার পরপরই আসেন আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। আর দুপুরের পর আসেন আওয়ামী লীগ প্রাথী আরফানুল হক রিফাত। শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান। এছাড়া আগের দিন মনোনয়ন জমা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশে দলীয় প্রার্থী রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবুল।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী জানান, মেয়র পদে ছয় জন (আওয়ামী লীগ মনোনীত আরফানুল রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক সাক্কু, মোহাম্মদ নিজাম উদ্দিন ও মাসুদ পারভেজ খান), সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১২০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে, ৫ ও ১০ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘গতকাল অনেকেই মনোনয়ন জমা দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।’ আচরনবিধি যাতে লঙ্ঘন না হয় সেজন্য অভিযান পরিচালনা ও জরিমানা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। এছাড়া প্রতীক বরাদ্দ ২৭ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

মোট ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন।

সারাবাংলা/পিটিএম

কুসিক নির্বাচন মনোনয়ন জমা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর