Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২২ ২০:৩৭

সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: সারাবাংলা

চাঁদপুর: জেলার হাজীগঞ্জ উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা গেছেন দুই ভাই।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে হাজীগঞ্জ বাজারের হাকার্স মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- বড়ভাই গোলাম রাব্বানী ও ছোট ভাই মোহন। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

স্থানীয়রা জানায়, হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটের পাশে বারেক হাজীর ভবনের নির্মাণ কাজ চলছিল। অন্য দিনের আজ মঙ্গলবারও সকালে শ্রমিকরা কাজ করতে যান তারা। এ সময় সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে প্রবেশ করেন দুই ভাই রাব্বানী ও মোহন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ায় উপরে থাকা শ্রমিকরা ডাকডাকি করেন। একপর্যায়ে থানা পুলিশ ও হাজীগঞ্জের ফায়ার সার্ভিসে খবর দেন শ্রমিকরা।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে দুই ভাইয়ের পরিবারের সদস্যরা এলে প্রাথমিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে মৃতদেহগুলো হস্তান্তর করা হয় বলে হাজীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে।

সারাবাংলা/এনএস

চাঁদপুর সেপটিক ট্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর