Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২২ ২০:০৯ | আপডেট: ১৭ মে ২০২২ ২০:১৭

ট্রেনে কাটা পড়ে মৃত্যু [প্রতীকী ছবি]

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পঞ্চাশোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হিলি-বিরামপুর লাইনের ঢ়েলুপাড়া জোয়াল কামড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার অভিমুখে যাচ্ছিল। পথে উপজেলার জোয়াল কামড়া এলাকায় রেললাইনে ওই নারী কাটা পড়েন। এতে দুর্ঘটনাস্থলেই ওই নারীর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। মরদেহের পাশে তার পায়ের জুতা পাওয়া গেছে।

রেলওয়ে পার্বতীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেওয়ান জিয়াউর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনা কতা শোনার পর আমরা পার্বতীপুর থেকে এসে নিহত ওই নারীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

সারাবাংলা/টিআর

ট্রেন দুর্ঘটনা ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর