জামায়াতকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ওসি আহত
১৭ মে ২০২২ ১৯:১৪ | আপডেট: ১৭ মে ২০২২ ২০:১০
সিলেট: সিলেটে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে পুলিশ ধাওয়া করে দুই শিবিরকর্মীকে আটক করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার (১৭ মে) দুপুর ২টার দিকে বন্দরবাজার জেল রোড এলাকা থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল বের করেন। গণকমিশনের ধর্ম ব্যবসায়ী হিসেবে ১১৬ জনের তালিকা প্রকাশের প্রতিবাদে এ মিছিল বেরা করা হয়।
মিছিলটি জেল রোডে পৌঁছালে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে জামায়াত ও শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে আহত হন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, মিছিল থেকে জামায়াতের কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছিল। এতে ওসিসহ দুই জন আহত হয়েছেন। পরে পুলিশ দু’জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।
সারাবাংলা/টিআর