Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীরমুক্তিযোদ্ধা জামাল খানের শোক সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২২ ১৯:২৮

ছবি: সারাবাংলা

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নি‌র্দেশনায় জেলার রূপগঞ্জে ক্র্যাক প্লাটু‌নের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ জামাল খানের স্মর‌ণে শোক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৭ মে) দুপু‌রে উপজেলার রূপসী এলাকায় রূপসী ইসলামিয়া দা‌খিল মাদরাসায় এ শোক সভা ও মিলাদ মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। প‌রে বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খানের রুহের মাগ‌ফেরাত কামনা ক‌রে বি‌শেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

এ সময় দৈনিক সংবাদচর্চা প‌ত্রিকার সম্পাদক ও রূপসী ইসলামিয়া দা‌খিল মাদরাসার ম্যা‌নে‌জিং কমিটির সভাপতি মোহাম্মদ মুন্না খানের সভাপ‌তি‌ত্বে শোক সভায় বক্তব্য রা‌খেন- তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেল, সাখাওয়াত হোসেন সাকু, মুফতি মো. ওবায়দুল হক, সুরুজ্জামান ভুঁইয়া, মোশাররফ হোসেন ও জহিরুল ইসলামসহ অনেকে।

উল্লেখ্য, গত ৭ মে সকাল সাড়ে ৯টায় ক্র্যাক প্লাটু‌নের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খান রাজধানীর খিলগাঁওয়ের নিজ বাসায় হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে মারা যান। মৃত্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৭৪ বছর। মৃত্যুকা‌লে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন তিনি।

সারাবাংলা/এনএস

ক্র্যাক প্লাটুন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খান