Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ডভ্যা‌নের চাপায় বাইসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২২ ১৩:২০

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বাইসাইকেল চালক ইয়াছিন মিয়া (২৩)। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে । এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানসহ চালক আল-আমিনকে আটক করা হ‌য়ে‌ছে।

নিহত ইয়াছিন মিয়া উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি আমেরিকান সিটি রেস্টুরেন্টে কাজ করতেন। আটক কাভার্ডভ্যান চালক আল-আমিন ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার ওসমান গনির ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে পুলিশ জানায়, এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় কুরিয়ার পারসেল বহনকারী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে চালক সড়কের উপর প‌ড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের টিআই ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসএসএ

বাইসাইকেল চালক নিহত

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর