Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে পাশাপাশি ২ বাড়িতে ডাকাতি, টাকা ও সোনা লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ২৩:৩১

গাজীপুর: মহানগরীর টঙ্গীতে পাশাপাশি দু’টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ভোর তিনটায় টঙ্গী বাজার শের-ই-বাংলা রোডের মৃত আরব আলীর বাড়ি ও কাজী শহীদুল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইসহ পুলিশের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

সোমবার (১৬ মে) দিনভর বাড়িটি পুলিশ পাহারায় ঘিরে রাখা হয়েছে।

জানা যায়, রোববার রাত আড়াইটা থেকে তিনটার দিকে কাজী শহীদুল্লাহর বাড়ির দু’তলায় তার নিজ ফ্ল্যাটের দরজা ভেঙে ডাকাত দলের সদস্যরা প্রবেশ করে। এসময় শহীদুল্লাহ ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের আলমারি খোলা ও আসবাবপত্রসহ কাপড়-চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। আলমারির মধ্যে নগদ ৭০ হাজার টাকা ও তার স্ত্রীর দেড় ভরি ওজনের সোনার গলার হার নিয়ে যায় তারা।

অপরদিকে, কাজী শহীদুল্লাহর বাড়ির পাশে মৃত আরব আলীর বাড়ি। সে বাসার দু’তলায় একটি ফ্ল্যাটে বাতেন তার পরিবার নিয়ে ভাড়া থাকেন। কাজী শহীদুল্লাহর বাড়ির ছাদ দিয়ে মৃত আরব আলীর বাড়িতে ঢোকে ডাকাত দল। পরে বারান্দার দরজা ভেঙে ঘরের ভিতরের প্রবেশ করে বাতেনসহ তার পরিবারের সবাইকে হাত-পা বেঁধে মারধর করে ডাকাতরা।

এসময় অস্ত্রের ভয় দেখিয়ে একটি রুমে আটক রেখে এক ভরি স্বর্ণের হার ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায় তারা। পাশাপাশি দুই বাড়িতে ডাকাতি করে পাশের আরও একটি বাড়িতে ডাকাতি করতে যায় ডাকাত দল। এসময় ওই বাড়ির লোকজন তাদের উপস্থিতি টের পেয়ে গেলে পালিয়ে যায় তারা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) ইলতুৎমিশ জানান, গভীর রাতে ৫-৬ জন ঘরের দরজা ভেঙে নগদ ২৫ হাজার টাকা এবং এক ভরির মতো স্বর্ণ নিয়ে যায়। পরে পাশের বাড়ি থেকেও তারা কিছু টাকা ও স্বর্ণ নিয়ে যায়। এটি নিয়ে কাজ করা হচ্ছে, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

গাজীপুর টঙ্গী ডাকাতি সোনা লুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর