Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেললাইনের পড়ল লোহার খুঁটি, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ২২:৩২ | আপডেট: ১৬ মে ২০২২ ২৩:০৭

গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর রেলস্টেশন এলাকায় কারখানা নির্মাণে ব্যবহৃত লোহার খুঁটি ট্রাকে পরিবহনের সময় রেল লাইনের ওপর পড়ে গেছে। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৬ মে) রাত ৮টার দিকে ময়মনসিংহ-জয়দেবপুর রেল সড়কের শ্রীপুর রেলস্টেশন এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা সড়কে এ ঘটনা ঘটে। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কটি ওই অবস্থাতেই রয়েছে।

রেল লাইন বন্ধ হয়ে পড়লে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস কাওরাইদ রেলস্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আউটার সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও শ্রীপুর-গোসিঙ্গা সড়কে বড় ধরনের সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা এলাকার একটি স্টিলের ভবন তৈরি কারখানা থেকে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকার অন্য একটি নির্মাণাধীন কারখানায় লোহার তৈরি বড় খুঁটি নিয়ে একটি ট্রাক শ্রীপুর-গোসিঙ্গা সড়ক ধরে শ্রীপুর রেলস্টেশন এলাকা পাড় হচ্ছিল। শ্রীপুর-গোসিঙ্গা সড়কের রেল লাইন পার হওয়ার সময় আচমকা ওই ট্রাক থেকে লোহার আটটি খুঁটি পড়ে যায়। ট্রাকচালক লোহার খুঁটিগুলো রেখেই ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যান। এতে ঢাকা-ময়মনসিংহ রেল সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শ্রীপুর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার শামীমা আক্তার বলেন, ট্রাক থেকে রেললাইনের ওপর লোহার খুঁটি পড়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলছে না। বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

শামীমা জানান, আশপাশ থেকে ভারী বস্তু তোলার কোনো যন্ত্র এনে দ্রুতই লোহার খুঁটি লাইনের ওপর থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ রেললাইনের লোহার খুঁটি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর