Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ২২:২১

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ হাজার ইয়াবাসহ মাসুদ খান (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (১৬ মে) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি বলেন, ‘অভ্যন্তরীণ টার্মিনালে অভিযান পরিচালনা চালিয়ে মাসুদ খান নামে একজনকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি চাঁদপুর। রোববার (১৫ মে) রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়। অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে আটক ওই ইয়াবা কারবারীকে প্রথমে আমরা যাত্রী মনে করেছিলাম। সমসাময়িক সব ফ্লাইটের বোর্ডিং পাস ও টিকিট চেক করে নিশ্চিত হতে পারি তিনি কোনো ফ্লাইটের যাত্রী নন।’

জিয়াউল হক জানান, পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান একজনের কাছে তার মোবাইল নম্বর দেওয়া। বিমানবন্দরের সামনে জনৈক ব্যক্তি ফোন করে যোগাযোগ করে ইয়াবা চালান দেওয়ার কথা ছিল। এক পর্যায়ে তিনি স্বীকার করেছেন তার পাকস্থলীতে ইয়াবা আছে। পরে পাকস্থলী থেকে পায়ুপথে ৪ হাজার ৬৭৫ পিস ইয়াবা বের করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এসজে/পিটিএম

ইয়াবা গ্রেফতার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর