Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুসিক নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন, আ.লীগের প্রার্থীকে সতর্ক করল ইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ২১:১৩

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়নপ্রাপ্ত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও সভা করার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তবে প্রথমবারের মতো আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও সভা করায় তার বিরুদ্ধে কোন মামলা না করে সর্তক করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১৬) নির্বাচন কমিশনের যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আসাদুজ্জামান বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী একটি মিছিল ও সভা অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার বিষয়টি তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনটি নিয়ে সোমবার (১৬ মে) নির্বাচনে কমিশনের আলোচনা হয়েছে। এতে কুমিল্লা সিটি নির্বাচনি এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর মিছিল ও সভার বিষয়টি সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর পরিপন্থী।’

তিনি বলেন, ‘উল্লিখিত কার্যক্রম আচরণবিধি পরিপালন পরিপন্থী হলেও অনিচ্ছাকৃতভাবে এবং প্রথমবারের মতো হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের না করে সর্তক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি পরবর্তী সময়ে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আরফানুল হক রিফাতকে সতর্ক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এছাড়াও কুমিল্লা সিটি নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কোনো ঘটনা যা না ঘটে এবং আচরণ বিধিমালার সংশ্লিষ্ট বিধি অবহিত করে জাতীয় সংসদের কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্যকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী একটি মিছিল ও সভার দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি তদন্ত করতে গতকাল ১৫ মে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়ে কুমিল্লা জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযাযী সোমবার (১৬ মে) বিকেলে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়। যেখানে রিফাতের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়।

সারাবাংলা/জিএস/পিটিএম

আওয়ামী লীগ কুসিক নির্বাচন প্রার্থী সতর্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর