Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদেরও বিদেশ ভ্রমণে বিধিনিষেধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ১৯:৫৯ | আপডেট: ১৬ মে ২০২২ ২৩:২১

ঢাকা: সরকারি কর্মচারী-কর্মকর্তাদের পর এবার রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদেরও বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (১৬ মে) এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আ ফ ম ফজলে রাব্বির সই করা পরিপত্রে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অর্থ ব্যবহারের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। এসব প্রতিষ্ঠানের কর্মচারীদেরও বিদেশ ভ্রমণ সীমিত করা হয়েছে।

আরও পড়ুন- সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ

উল্লেখ্য, এর আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে গত ১২ মে রাজস্ব ও উন্নয়ন বাজেটের আওতায় বিদেশ সফর বন্ধ করা হয়।

অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখার থেকে জারি করা ওই পরিপত্রে বলা হয়, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত সব প্রকার এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণসহ সব প্রকার বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।

সারাবাংলা/জিএস/টিআর

টপ নিউজ বিদেশ সফর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর