Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শর্তসাপেক্ষে প্রমোশন পাচ্ছেন সাত কলেজের ৩ বর্ষের শিক্ষার্থীরা

তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ১৮:৪৮ | আপডেট: ১৬ মে ২০২২ ১৯:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের তিনটি বর্ষের তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে পরবর্তী শিক্ষাবর্ষে  প্রমোশন পাচ্ছেন। শিক্ষাবর্ষ তিনটি হলো— স্নাতক ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০।

গত বৃহস্পতিবার (১২ মে) উপ-উপাচার্য (শিক্ষা) ও ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সাত কলেজের শিক্ষা-কার্যক্রমসহ অন্যান্য বিষয় আলোচনার জন্য নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, সাত কলেজের সম্মানিত অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সাত কলেজের সমন্বয়ক বাহালুল হক চৌধুরীর অফিশিয়াল ফেসবুক পেজেও বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের করোনা মহামারির কারণে বিভিন্ন পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্যদের মানোন্নয়ন সুযোগ দেওয়া হবে।

এছাড়াও ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থী সংখ্যা যৌক্তিকভাবে কমিয়ে আনা এবং শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত নিশ্চিত করাসহ শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্য একটি সমন্বিত সুপারিশ সাত কলেজের প্রধান সমন্বয়কারী ড. এ এস এম মাকসুদ কামালের কাছে পাঠানোর কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের আসন সংখ্যা নির্ধারণের লক্ষ্য সরেজমিন প্রদর্শনের জন্য গঠিত কমিটি আগামী ৩০ মে তারিখের মধ্যে পরিদর্শন কাজ শেষ করবে।

সারাবাংলা/এনএসএম/টিআর

শর্তসাপেক্ষে প্রমোশন সাত কলেজ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর